Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ নভেম্বর ২০২২

২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান।


প্রকাশন তারিখ : 2021-05-19

২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে এ বিভাগ ও আওতাধীন দপ্তর-সংস্থার ৩ জন কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় শুদ্ধাচার পুরস্কারের সনদপত্র প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এছাড়া তাদের একমাসের মূলবেতনের সমপরিমাণ অর্থ দেয়া হবে। শুদ্ধাচার পুরস্কার কর্মকর্তা-কর্মচারীদের ভালো কাজের জন্য উৎসাহিত করবে, উদ্ধুদ্ধ করবে। এ পুরস্কার কর্মজীবনের একটা বড় অর্জন। ২০১৯-২০২০ অর্থবছরে পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ, বগুড়া) মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব আইরীন ফারজানা, অত্র বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মোমিনুর রহমানকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার সনদপত্র প্রদান করা হয়। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান, অতিরিক্ত সচিব (প্রশাসন ও বাজেট) নাসরিন আক্তার চৌধুরী, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ রাশিদুল ইসলাম, বিআরডিবি এর মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু, পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ, বগুড়া) মহাপরিচালক খলিল আহমদ সহ এ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।